ইউসিটিসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তের গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিতইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড এর যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ইউসিটিসির অডিটোরিয়ামে থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে সেমিনার এবং রক্তের গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইউসিটিসির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ, বিশেষ অতিথি ছিলেন জনাব রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। সেমিনারের মূল বক্তা ছিলেন পার্কভিউ হসপিটালের ডাঃ জামাল উদ্দিন তানিন। এতে আরও উপস্থিত ছিলেন ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাএ-ছাএীবৃন্দ। সেমিনারে বক্তব্য রাখেন যে থ্যালাসেমিয়া মানেই জীবন শেষ নয়। সঠিক সময় চিকিৎসা করালে স্বাভাবিক জীবনযাপনও সম্ভব।থ্যালাসেমিয়ায় আক্রান্তরাও আর পাঁচজনের মতো বাঁচতে পারেন।