\\r\
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) গতকাল বৃহস্পতিবার  ৭ নভেম্বর ২০২৪  ইউসিটিসির প্রাঙ্গণে রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে ইউসিটিসির ইংরেজি ভাষার সাহিত্য বিভাগের ১৪তম ব্যাচ ,দ্যা ক্রিয়েটিভ এলসক" এবং দ্যা রোয়ার উদ্যোগে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান, আরও উপস্থিত ছিলেন ইউসিটিসির কোষাধ্যক্ষ  জনাব আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, অত্র বিভাগের কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মোঃ জিয়াউল হক , সহকারী অধ্যাপক মাইমুনা খাতুন, সহকারী অধ্যাপক মোঃ নূরুল আনোয়ার, প্রভাষক নাইমা আক্তার এবং এতে শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয়রা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।\\r\
\\r\