ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এবং ব্রিটিশ আমেরিকান ল্যাঙ্গুয়েজ একাডেমি এর যৌথ উদ্যোগে গতকাল রবিবার ৩ নভেম্বর ২০২৪ ইউসিটিসির অডিটোরিয়ামে ইংরেজি ভাষার দক্ষতা জোরদার করতে এবং ক্যারিয়ারের সুযোগ বাড়ানোর জন্য প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইউসিটিসির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ, বিশেষ অতিথি ছিলেন ইউসিটিসির কোষাধ্যক্ষ জনাব আহমেদ শরীফ তালুকদার। সেমিনারের বিশিষ্ট বক্তা ছিলেন প্রফেসর মাসরুর উদ্দিন আনোয়ার প্রাক্তন চেয়ারম্যান ইংরেজি বিভাগ USTC এবং প্রধান ELT বিভাগ, UITS, প্রফেসর সাদাত জামান খান - পিএইচডি স্কলার ও চেয়ারম্যান ইংরেজি বিভাগ প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম, অধ্যাপক ইফতেখার আজম — চেয়ারম্যান ইংরেজি বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ,মরিয়ম আনসারি - আন্তর্জাতিক ইংরেজি বিশেষজ্ঞ । এতে আরও উপস্থিত ছিলেন ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাএ-ছাএীবৃন্দ।
এই কর্মশালায় ইংরেজি ভাষার দক্ষতা জোরদার করতে এবং ক্যারিয়ারের সুযোগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় বিষয়গুলি আলোচনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে: IELTS এর মাধ্যমে ক্যারিয়ার পুনর্গঠন,উচ্চারণ উন্নত করা,একটি আর্গুমেন্টেটিভ স্ট্রাকচার সহ লেখা,আন্তর্জাতিক উপস্থাপনা দক্ষতা।