খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ বলেছেন, চট্টগ্রাম অঞ্চলে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)।
তিনি বলেছেন, ইউসিটিসির উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা অত্র অঞ্চলের অনগ্রসর শিক্ষার্থীদের উপহার দেবে।
 
শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে ইউসিটিসি ডে অ্যান্ড ফ্রেশার্স রিসিপশনে এ কথা বলেন তিনি।
 
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওটি চেয়ারম্যান নবিউল আলম তালুকদার।
 
শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে ইউসিটিসি ডে অ্যান্ড ফ্রেশার্স রিসিপশনে এ কথা বলেন তিনি।
 
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওটি চেয়ারম্যান নবিউল আলম তালুকদার।								
	
							 
								
