info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে ইউসিটিসি কম্পিউটার ক্লাব ও Phitron-এর যৌথ ওয়ার্কশপ

Home > News > ইউসিটিসিতে ইউসিটিসি কম্পিউটার ক্লাব ও Phitron-এর যৌথ ওয়ার্কশপ

গত ১৭ই এপ্রিল, ২০২৫ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং -এ ইউসিটিসি  কম্পিউটার ক্লাব এবং  Phitron -এর  যৌথ উদ্যোগে   আয়োজিত  “Let’s Code Your Career Through Programming” এ একটি বিশেষ ওয়ার্কশপে আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ এবং ইউসিটিসির সিএসসি বিভাগের বিভাগীয় প্রধান কো-অর্ডিনেটরশিক্ষক-শিক্ষিকা, ছাএ-ছাএীবৃন্দ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: এস. এম. মাযহারুল ইসলাম রিফাত(সিনিয়র সিএস ইনস্ট্রাক্টর, Phitron), আব্দুর রাকিব(চিফ অপারেটিং অফিসার, Phitron), এমদাদুল হক তারেক(ম্যানেজার, Phitron)। ওয়ার্কশপে মধ্যে ছিল একটি ইন্টারঅ্যাকটিভ টেকনিক্যাল সেশন এবং একটি লাইভ কোডিং কনটেস্ট, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে সমস্যার সমাধান করার সুযোগ পান। ওয়ার্কশপ শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং Phitron-এর প্রতিনিধিদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।