
গত ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার — ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর ইসলামিক স্টাডিজ বিভাগ ও ইসলামিক স্টাডিজ ক্লাব “দিশা (DISSA)” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুণর্মিলনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব মো. ওবাইদুল্লাহ্, অতিথি প্রভাষক জনাব মোশাররফ হোসাইন আজহারী, বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সদ্য সমাপ্ত রমাদানে অনুষ্ঠিত “রমাদান কুইজ” প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ চর্চা ও চেতনাকে আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।