info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

Home > News > ইউসিটিসিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং -এ মাস্টার্স অব পাবলিক হেলথ্ (এম.পি.এইচ) এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোহাম্মদ সালাহউদ্দিন , পাবলিক হেলথ্ বিভাগের অধ্যাপক প্রফেসর দেওয়ান আসাদুল্লাহ,সহকারি অধ্যাপক জনাব ইনজামুল হক, প্রভাষক সাদিয়া তাসনুভা জাহান সহ সকল শিক্ষার্থী।এ বছরের প্রতিপাদ্য ছিল, "সুস্থ সূচনা, আশাব্যঞ্জক ভবিষ্যৎ", যার মাধ্যমে সরকার ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সকলকে মা ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যুর অবসান ঘটাতে এবং নারীদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।এই আয়োজনে শিক্ষার্থীরা নবজাতকের স্বাস্থ্য, মাতৃমৃত্যুর হার এবং মা ও শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপায় বিষয়ক প্রেজেন্টেশন ও পোস্টার প্রদর্শনী করেন। তাঁদের এই চমৎকার উপস্থাপনা ও বিশ্লেষণমূলক চিন্তা-ভাবনা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।