ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর সিন্ডিকেট সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ এর সভাপতিত্বে এ সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান, বরেণ্য শিক্ষাবিদ ও বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. কায়কোবাদ, চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, ইউসিটিসির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. এম. আব্দুস সামাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ. বি. এম. আবু নোমান, ইউসিটিসির বিওটি চেয়ারম্যান জনাব নবিউল আলম ও বিওটি সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমেদ, ইউএসটিসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, পরিচালক (অর্থ) জনাব আব্দুল কাদের তালুকদার, সহকারী রেজিস্ট্রার জনাব এস. এম. শহীদুল আলম এবং ইউসিটিসির পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইনজামামুল হক।