info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে আইকিউএসি’র ২৫তম সভা অনুষ্ঠিত

Home > News > ইউসিটিসিতে আইকিউএসি’র ২৫তম সভা অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর কনফারেন্স রুমে সকাল ১১টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর ২৫তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ।

সভায় উপস্থিত ছিলেন ইউসিটিসির সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ নুরুল আবছার, রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর প্রফেসর জনাব আব্দুল কাদের তালুকদার, ইংরেজি বিভাগের প্রধান জনাব মোঃ জিয়াউল হক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস. এম. শহিদুল আলম, পাবলিক হেলথ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ ইনজামুল হক, মেকানিক্যাল বিভাগের কো-অর্ডিনেটর জনাব আবু বক্কর, ইইই বিভাগের কো-অর্ডিনেটর জনাব গলাম রাব্বানি, ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব মোঃ ওবাইদুল্লাহ, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর সুমনা সুলতানা, স্কুল অব বিজনেস বিভাগের প্রভাষক ড. উওম বড়ুয়া এবং ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সভায় প্রোগ্রাম এক্রেডিটেশনের গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি মাসে অন্তত দুটি আইকিউএসি কর্মশালা আয়োজনের জন্য বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটরদের আহ্বান জানানো হয়। এসাইনমেন্ট ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে টারনিটিন (Turnitin) সাবস্ক্রিপশন গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়