info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে ১২তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

Home > News > ইউসিটিসিতে ১২তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
গত শুক্রবার,৫ই ডিসেম্বর, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর কনফারেন্স রুমে অর্থ কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজ( (BoT) সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান।

ইউসিটিসির অর্থ পরিচালক এবং অর্থ কমিটির সদস্য সচিব জনাব আব্দুল কাদের তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ, অর্থ কমিটির সদস্য ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও জনাব ওয়াহিদুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন ইউসিটিসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন ও মোঃ সোলেমান।

সভায় বিগত ১১তম সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ট্যুরিজম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর নতুন বিভাগের ল্যাব-যন্ত্রপাতি/ইকুইপমেন্ট ক্রয়, Spring 2026 সেমিস্টারের ভর্তিচ্ছুকদের আকৃষ্ট করার নিমিত্তে খরচের অনুমোদন এবং ইউসিটিসির ২০২৫ এর বিভিন্ন বিভাগের FEST ও বনভোজোণ, স্টাডি ট্যুর, বিদায় অনুষ্ঠান ইত্যাদি এর ব্যয় অনুমোদন দেয়া হয় এবং অডিট ফার্ম কর্তৃক হিসাব নিরীক্ষা কার্যক্রম সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরও বিভিন্ন আর্থিক বিষয় নিয়েও আলোচনা করা হয়।